জামালপুর-৩ আসনের সাবেক সংসদ সদস্য মির্জা আজম ও আওয়ামী লীগ নেতা ডা. এইচ বি এম ইকবালের ছেলে প্রিমিয়ার প্রোপার্টি ডেভেলপমেন্টের চেয়ারম্যান মঈন ইকবালের বিদেশ গমনে নিষেধাজ্ঞা দিয়েছেন আদালত।

বুধবার (২৩ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া দুর্নীতি দমন কমিশনের (দুদক) পৃথক দুই আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেন।

দুদকের উপ-পরিচালক মো. সালাহউদ্দিন ও সৈয়দ আতাউল কবির তাদের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদন করেন।

মির্জা আজমের দেশত্যাগে নিষেধাজ্ঞার আবেদনে বলা হয়, অভিযোগ রয়েছে মির্জা আজম ক্ষমতার অপব্যবহার করে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির মাধ্যমে সরকারি অর্থ আত্মসাতপূর্বক নিজ নামে ও পরিবারের সদস্যদের নামে-বেনামে দেশে-বিদেশে শত শত কোটি টাকার জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জন করেছেন। অভিযোগ অনুসন্ধানের জন্য তিন সদস্যের কমিটি গঠন করা হয়। অনুসন্ধানকালে ইতোমধ্যে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। 

বিশ্বস্ত সূত্রে জানা যায়, মির্জা আজম ও তার পরিবারের সদস্যরা দেশ ত্যাগের চেষ্টা করছেন। অনুসন্ধানের স্বার্থে মির্জা আজমের বিদেশ যাওয়া রোধ করা প্রয়োজন।

অপরদিকে মঈন ইকবালের আবেদনে বলা হয়, মঈন ইকবালসহ  অন্যান্যরা ব্যাংক কর্তৃপক্ষের সঙ্গে যোগসাজশে ২৬০ কোটি টাকা আত্মসাৎ করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। অনুষ্ঠানে অভিযোগের প্রাথমিক সত্যতা পাওয়া গেছে। তিনি দেশ ছেড়ে পালাতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ যাওয়া রোধে নিষেধাজ্ঞা প্রয়োজন।

এনআর/এমএসএ