স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতির পর গ্রেপ্তার
অতিরিক্ত পুলিশ সুপার শাহেন শাহ ৩ দিনের রিমান্ডে
স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অনুমতিক্রমে গ্রেপ্তার অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) শাহেন শাহকে তিন দিনের জন্য রিমান্ডের অনুমতি পেয়েছে পুলিশ। বৈষম্যবিরোধী আন্দোলনকালে ড্যাফোডিল ইউনিভার্সিটির শিক্ষার্থী রমিজ উদ্দিন আহমেদ রুপ হত্যা মামলায় তার এ রিমান্ড মঞ্জুর করেন আদালত।
সোমবার (২১ অক্টোবর) তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়।
বিজ্ঞাপন
এর আগে গত বৃহস্পতিবার তাকে সাত দিনের রিমান্ডে চাওয়া আবেদনের ওপর শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শাহিন রেজার আদালত আজ তার এ রিমান্ড মঞ্জুর করেন।
সেদিন মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন গোয়েন্দা তেজগাঁও বিভাগের পরিদর্শক রুবেল মল্লিক। ওইদিন তাকে কারাগারে পাঠিয়ে রিমান্ড শুনানির জন্য আজকের দিন ধার্য করেন ঢাকার একটি মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত।
এর আগে গত ১৮ অক্টোবর দুই অতিরিক্ত পুলিশ সুপার (সুপারনিউমারারি পুলিশ সুপার পদে পদোন্নতিপ্রাপ্ত) জুয়েল রানা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রফিকুল ইসলামের চার দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। বৈষম্যবিরোধী আন্দোলন চলাকালীন কাজের মেয়ে লিজাকে হত্যার অভিযোগে রমনা মডেল থানার মামলায় জুয়েল রানাকে, খালেদা জিয়ার বাসভবনের সামনে বালুর ট্রাক রাখার ঘটনায় গুলশান থানায় মামলায় রফিকুল ইসলামকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
জানা যায়, গত ৪ আগস্ট বিকেল ৩টার দিকে রাজধানীর কারওয়ানবাজার মেট্রোরেল স্টেশনের সামনে বৈষম্যবিরোধী আন্দোলনের সময় গুলিবিদ্ধ হন রমিজ (২৪)। তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় গত ৭ সেপ্টেম্বর নিহতের বাবা এ কে এম রকিবুল আহমেদ বাদী হয়ে তেজগাঁও থানায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাধন চন্দ্র মজুমদারসহ ২২২ জনের বিরুদ্ধে মামলা করেন।
এনআর/জেডএস