মির্জা আব্বাসের উপর হামলার ঘটনায় শাহবাগ থানার মামলায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেননকে কারাগারে পাঠানো হয়েছে।

বুধবার (২৫ সেপ্টেম্বর) তিন দিনের রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার উপ-পরিদর্শক মাইনুল ইসলাম খান পুলক। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছানাউল্ল্যাহর আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১৭ সেপ্টেম্বর আদালত তার তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন।

জানা যায়, ২০১৮ সালের ১৫ ডিসেম্বর রমনা থানাধীন সেগুনবাগিচায় মির্জা আব্বাসের নেতৃত্বে নির্বাচনী প্রচারণার সময় ঘটনাস্থলে পৌঁছালে আসামি মেননের নির্দেশনায় কয়েকজন দেশীয় অস্ত্রসহ হামলা চালায়। এসময় তারা মির্জা আব্বাসসহ তার সাথে থাকা নেতাকর্মীদের হত্যাচেষ্টা করেন। 

এ ঘটনায় বিএনপি নেতা ইমাম হোসেন ইমন বাদী হয়ে গত ২৮ আগস্ট শাহবাগ থানায় একটি হত্যাচেষ্টা মামলা দায়ের করেন।

এনআর/জেডএস