‘আমি দেশ ছাড়িনি’, বললেন সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান
দেশেই আছেন সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান। তিনি নিজে ঢাকা পোস্টকে এটি জানিয়েছেন।
আজ সন্ধ্যায় বেশ কয়েকটি গণমাধ্যমে তার দেশ ছাড়ার ব্যাপারে খবর প্রকাশিত হয়। এ বিষয়ে জানতে চাইলে রাতে সাবেক প্রধান বিচারপতি ওবায়দুল হাসান বলেন, আমি ঢাকায় আছি। আমি দেশ ছেড়ে যাইনি। আমার লাল পাসপোর্ট সরকার বাতিল করেছে। তাই আমার দেশ ছাড়ার প্রশ্নই আসে না।
বিজ্ঞাপন
গত ১০ আগস্ট প্রধান বিচারপতি ওবায়দুল হাসান আইন মন্ত্রণালয়ে পদত্যাগপত্র জমা দেন।
আরও পড়ুন
ওইদিন সকালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ প্রধান বিচারপতিসহ আপিল বিভাগের অন্য বিচারপতিদের পদত্যাগের আল্টিমেটাম দিয়ে সুপ্রিম কোর্ট ঘেরাওয়ের ঘোষণা দেন। পরে বিপুল সংখ্যক শিক্ষার্থী সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে এসে জড়ো হতে থাকেন। সেখানে তারা প্রধান বিচারপতির পদত্যাগের দাবিতে স্লোগান দেওয়া শুরু করেন। ওইদিন প্রধান বিচারপতি ওবায়দুল হাসানসহ আপিল বিভাগের ৬ বিচারপতি পদত্যাগ করেন।
এমএইচডি/এনএফ