হত্যার অভিযোগে গ্রেপ্তার একাত্তর টেলিভিশন থেকে চাকরিচ্যুত হেড অব নিউজ শাকিল আহমেদ ও প্রিন্সিপাল করেসপন্ডেন্ট ফারজানা রূপাকে আজ (বৃহস্পতিবার) আদালতে তোলা হবে।

বিকেল ৩টা নাগাদ তাদেরকে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টে আনা হয়। এরপরই তাদের বিরুদ্ধে স্লোগান দেওয়া শুরু করেন আইনজীবীরা। এ সময় ‘ফারজানা-শাকিলের দুই গালে, জুতা মারো তালে তালে,’ ‘দালালদের দুই গালে, জুতা মারো তালে তালে’ বলে স্লোগান দিতে থাকেন তারা।

এর আগে বুধবার (২১ আগস্ট) সকালে শাকিল আহমেদ ও ফারজানা রূপাকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে আটক করা হয়। তারা বিদেশে যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরে গেলে ইমিগ্রেশন কর্তৃপক্ষ তাদের আটক করে ডিবিতে হস্তান্তর করে। এরপর রাজধানীর উত্তরায় একটি হত্যা মামলায় তাদের গ্রেপ্তার দেখায় পুলিশ।

ডিএমপি জানিয়েছে, তাদের বিরুদ্ধে উত্তরা পূর্ব থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়েছে। হত্যা মামলা নং-৪। মামলার ধারা- ৩০২/১১৪/১০৯ পেনাল কোড।

ওএফএ