হাইকোর্টের ৫০ বেঞ্চ গঠন, রোববার থেকে চলবে বিচারকাজ
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে বিচারকাজ পরিচালনার জন্য ৫০টি বেঞ্চ গঠন করেছেন প্রধান বিচারপতি। আগামী ১৮ আগস্ট (রোববার) থেকে হাইকোর্টের এই ৫০টি বেঞ্চে বিচারকাজ পরিচালিত হবে।
বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ নির্দেশিত বেঞ্চ গঠন বিধিটি প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞাপন
আরও পড়ুন
যেখানে বলা হয়েছে— আগামী ১৮ আগস্ট সকাল সাড়ে ১০টা থেকে হাইকোর্ট বিভাগের বিচারকাজ পরিচালনার জন্য ৫০টি বেঞ্চ গঠন করা হলো।
প্রধান বিচারপতির নির্দেশনায় আরও বলা হয়েছে— আগামী ১ ফেব্রুয়ারি তারিখের পূর্বে দায়েরকৃত, স্থানান্তরিত বা চলমান সকল প্রকার দেওয়ানি মোকদ্দমা বা কার্যধারা অত্র বেঞ্চেই শুনানি ও নিষ্পত্তি হবে। আজ গঠিত ৫০টি বেঞ্চের মধ্যে ২৪টি দ্বৈত বেঞ্চ ও ২৬টি একক বেঞ্চ রয়েছে।
এমএইচডি/এমজে