শাটডাউন সমর্থনে বিএনপিপন্থি আইনজীবীদের বিক্ষোভ
চলমান কোটা সংস্কার আন্দোলনে শিক্ষার্থীদের ডাকা ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচিকে সমর্থন জানিয়ে বিক্ষোভ মিছিল করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।
বৃহস্পতিবার (১৮ জুলাই) দুপুর ১২টার দিকে ঢাকার জজ কোর্ট প্রাঙ্গণে দুই শতাধিক বিএনপিপন্থি আইনজীবী এই বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন।
বিজ্ঞাপন
এসময় চলমান কোটা সংস্কার আন্দোলনে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির সমর্থন জানিয়ে বিভিন্ন রকমের স্লোগান দিতে থাকেন আইনজীবীরা। বিক্ষোভ মিছিল ঢাকা আইনজীবী সমিতি থেকে শুরু করে মহানগর দায়রা জজ আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত প্রাঙ্গণ ঘুরে আবারও ঢাকা আইনজীবী সমিতির নিচে গিয়ে শেষ হয়।
আরও পড়ুন
বিক্ষোভ কর্মসূচিতে অংশগ্রহণ করেন বিএনপিপন্থি আইনজীবী নেতা মাসুদ আহমেদ তালুকদার, ওমর ফারুক ফারুকী, খোরশেদ মিয়া আলম, ইকবাল হোসেন, মহসিন, আবুল কালাম, হান্নান ভুঁইয়াসহ প্রমুখ।
বুধবার রাজধানীর ঢাকা বিশ্ববিদ্যালয় ও শনির আখড়ায় পুলিশের সাথে আন্দোলনকারীদের দফায় দফায় সংঘর্ষ হয়। সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এতে তিনি বলেন, উচ্চ আদালত থেকে ছাত্রসমাজ ন্যায়বিচার পাবে এবং তাদের হতাশ হতে হবে না।
এরপর দেশে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচির ঘোষণা করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন। কর্মসূচি অনুযায়ী, হাসপাতাল ও জরুরি সেবা প্রতিষ্ঠান ছাড়া সবকিছু বন্ধ থাকবে এবং রাস্তায় অ্যাম্বুলেন্স ছাড়া কোনো যানবাহন চলবে না বলে জানানো হয়।
এনআর/জেডএস