গ্রাহকদের অর্থ আত্মসাৎ
আইকন গ্রুপের এমডি নুরুল হুদার দেশত্যাগে নিষেধাজ্ঞা
দুর্নীতির মাধ্যমে গ্রাহকের অর্থ আত্মসাৎ করে সম্পদের পাহাড় গড়া ও বিদেশে অর্থ পাচারের অভিযোগে ডেভেলপার কোম্পানি আইকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) মো. নুরুল হুদার দেশত্যাগে নিষেধাজ্ঞা আরোপ করেছেন আদালত।
রোববার (১৪ জুলাই) দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ মো. আস সামছ জগলুল হোসেনের আদালত এ আদেশ দেন।
বিজ্ঞাপন
দুদকের পাবলিক প্রসিকিউটর মাহমুদ হোসেন জাহাঙ্গীর ও কোর্ট পরিদর্শক আমির হোসেন ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।
আরও পড়ুন
অনুসন্ধান টিমের কর্মকর্তা দুদকের সহকারী পরিচালক আফনান জান্নাত কেয়া তার আবেদনে উল্লেখ করেন, আইকন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল হদা ও অন্যান্যদের বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে গ্রাহকের অর্থ আত্মসাৎ করে সম্পদের পাহাড় গড়া ও বিদেশে অর্থ পাচারের অভিযোগের অনুসন্ধান চলমান রয়েছে। অভিযোগ সংশ্লিষ্ট ব্যক্তি মো. নুরুল হুদা দেশ ছেড়ে বিদেশে পলায়ন করতে পারেন মর্মে বিশ্বস্ত সূত্রে জানা যায়। সুষ্ঠু অনুসন্ধানের স্বার্থে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা প্রয়োজন।
এনআর/এসএসএইচ