স্ত্রীর আত্মহত্যা : কনটেন্ট ক্রিয়েটর মনিরের খালাস
স্ত্রীকে আত্মহত্যার প্ররোচনার মামলায় খালাস পেয়েছেন কনটেন্ট ক্রিয়েটর আসাদুজ্জামন মনির।
বৃহস্পতিবার (১১ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালত আসামির বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে খালাসের আদেশ দেন। এদিন রায় ঘোষণার সময় কনটেন্ট ক্রিয়েটর মনির আদালতে উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
২০১৯ সালের ১৭ মার্চ খিলগাঁও নিজ বাসায় আত্মহত্যা করেন শরীফা আক্তার ময়না। এ ঘটনায় তার দুলাভাই মিজানুর রহমান আত্মহত্যায় প্ররোচনার অভিযোগ এনে মামলা করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৮ সালের শেষের দিকে মনির ও ময়না বিবাহ বন্ধনে আবদ্ধ হন। বিবাহের পর থেকে ময়না তার বোনকে জানান, মনির পর নারী লোভী। সে মেয়েদের নিয়ে বিভিন্ন স্থানে ঘুরে বেড়ায়, দৈহিক সম্পর্ক করে এমনকি বাসায় এনেও নারীদের সাথে দৈহিক সম্পর্ক করতো। বিষয়টি নিয়ে অনেকবার সালিশ বৈঠক হয়েছে। এর প্রতিবাদ করলে ময়নাকে মারধর করতো মনির। ১৭ মার্চ মনির ময়নাকে মারধর করে। এ নিয়ে তাদের খিলগাঁও বাসায় বৈঠক হয়। মনিরের গাম্ভীর্যপূর্ণ বক্তব্য ও কেউ তার কিছু করতে পারবে না বলে জানায়। এতে অভিমান করে ময়না রুমে গিয়ে সিলিং ফ্যানের সাথে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে।
মামলাটি তদন্ত করে ২০২০ সালের ১০ অক্টোবর আসাদুজ্জামান মনিরের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। পরবর্তীতে ওই বছরের ২৪ ডিসেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলায় বাদী মিজানুর রহমানসহ দুই জন আদালতে সাক্ষ্য দেন।
এনআর/এমএ