কেন্দ্রীয় ছাত্রলীগ নেত্রীর করা পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইনের মামলায় বাংলাদেশ ছাত্র মৈত্রীর সাধারণ সম্পাদক অদিতি আদৃতা সৃষ্টির জামিন আবেদন মঞ্জুর করেছেন আদালত।

বুধবার (৩ জুলাই) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন মো. হাসিবুল হকের আদালত শুনানি শেষে তার জামিন মঞ্জুর করেন। 

জানা যায়, আসামি অদিতি স্বেচ্ছায় আত্মসমর্পণ করে তার আইনজীবীর মাধ্যমে জামিন চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত তার জামিন মঞ্জুর করেন। এর আগে এ মামলায় গত ৮ মে তিনি উচ্চ আদালত থেকে আট সপ্তাহের আগাম জামিন পান।

মামলাটি ডিবি পুলিশের সাইবার অ্যান্ড ক্রাইম বিভাগ তদন্ত করছে। আগামী ২৭ জুলাই এ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য রয়েছে।

এর আগে গত ৫ মার্চ কেন্দ্রীয় ছাত্রলীগের ওই নেত্রী বাদী হয়ে রাজধানীর ধানমন্ডি থানায় পর্ণগ্রাফি নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন। মামলার পর আরেক আসামি ইমনকে গ্রেপ্তার করে পুলিশ। পরে তাকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করে ডিবি পুলিশ।

এনআর/পিএইচ