চট্টগ্রাম নগরের খুলশী থানায় দায়ের হওয়া সোনা ছিনতাইয়ের মামলায় পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ও তার সোর্স শহীদুল ইসলাম ওরফে জাহেদকে একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

মামলা তদন্তের স্বার্থে ৫ দিনের রিমান্ড আবেদন করে পুলিশ। শুনানি শেষে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

সোমবার (২০ মে) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরিফুল ইসলামের আদালত এ আদেশ দেন। অভিযুক্ত এসআই আমিনুল ইসলাম খুলশী থানায় কর্মরত রয়েছেন।

নগর পুলিশের প্রসিকিউশন শাখার অতিরিক্ত উপ-কমিশনার মো. মফিজ উদ্দীন বলেন, গতকাল (রোববার) বিকেলে দুজনকে আটক করা হয়েছিল। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করে আজ (সোমবার) আদালতে পাঠানো হয়েছে।

প্রবাসী আব্দুল খালেক সোনা নিয়ে যাওয়ার পথে টাইগারপাস এলাকায় তাকে আটকে দেয় এসআই আমিনুল ইসলাম। পরে সোনা ছিনিয়ে নিয়ে পালিয়ে যাওয়ার সময় স্থানীয়রা এসআই আমিনুল ও তার সোর্স জাহেদকে আটক করে। পরে তাদেরকে  খুলশী থানার একটি টিমের কাছে হস্তান্তর করা হয়।

এমআর/এমএ