বিচারপতি বশির উল্লাহর বাবা হাফেজ সাইফুল্লাহ মারা গেছেন
সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. বশির উল্লাহর বাবা হাফেজ সাইফুল্লাহ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার বয়স হয়েছিল ৮২ বছর।
শুক্রবার (৩ মে) সকাল সাড়ে ৭টায় রাজধানীর বারডেম হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিজ্ঞাপন
জুমার নামাজের পর রাজধানীর পোস্তগোলা মোল্লা বাড়ি জামে মসজিদে হাফেজ সাইফুল্লাহর জানাজা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন
জানাজায় সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান, বিচারপতি একেএম জহিরুল হক, বিচারপতি শওকত আলী চৌধুরী,বিচারপতি মো. আমিনুল ইসলাম, বিচারপতি কে এম ইমরুল কায়েশ, বিচারপতি আলী রেজা রুকু, বিচারপতি মো. বজলুর রহমান, বিচারপতি এ কে এম রবিউল হাসান সুমন, সাবেক মন্ত্রী কামরুল ইসলাম, স্থানীয় সংসদ সদস্য আওলাদ হোসেন, সুপ্রিম কোর্ট বারের সাবেক সম্পাদক অ্যাডভোকেট আবদুন নূর দুলাল, অ্যাডভোকেট আবুল হোসেন, ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ কে এম আমিন উদ্দিন মানিক, ল’ রিপোর্টার্স ফোরামের সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ডালিম, সহকারী অ্যাটর্নি জেনারেল মাহমুদুল করিম রতন, আওলাদ হোসেন, অ্যাডভোকেট মাসুম বিল্লাহসহ বিপুল সংখ্যক মুসল্লি অংশ নেন।
জানাজা শেষে তাকে জুরাইন কবরস্থানে দাফন করা হয় ও মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করা হয়।
হাফেজ সাইফুল্লাহ পুরান ঢাকার পোস্তগোলার স্থায়ী বাসিন্দা। তিনি এলাকায় মসজিদ-মাদ্রাসা প্রতিষ্ঠা করেছেন। নানা সমাজসেবা মূলক কর্মকাণ্ডে নিয়োজিত ছিলেন তিনি। মৃত্যুকালে তিন ছেলে ও দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন রেখে গেছেন তিনি।
এমএইচডি/এসএসএইচ