রাস্তায় পড়ে থাকা মানুষের মুখে ভাত তুলে দেন মিল্টন : আইনজীবী
রাস্তায় একজন অসুস্থ মানুষ পড়ে থাকলে দেখার কেউ নেই। মিল্টন সমাদ্দার রাস্তা থেকে তুলে এনে তাদের মুখে ভাত তুলে দেন। তাকেই তো মানবতার ফেরিওয়ালা বলা যায়।
বৃহস্পতিবার (২ মে) ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেনের আদালতে রিমান্ড শুনানিতে এসব কথা বলেন মিল্টনের আইনজীবী আব্দুস সালাম শিকদার।
বিজ্ঞাপন
তিনি বলেন, মিল্টন সমাদ্দার নিজেকে মাদার তেরেসার সঙ্গে তুলনা করেন না। তবে মাদার তেরেসাকে ফলো করে মানবতার ফেরিওয়ালা হয়ে উঠেছেন তিনি।
আরও পড়ুন
শুনানিতে মিল্টন সমাদ্দারের আইনজীবী আরও বলেন, মন্দের ভিড়ে এখনো মানুষের সংখ্যা বেশি। মানুষ এখনো সেবা দিচ্ছে। আর কেউ ভালো কর্মে আকর্ষিত হয়ে দান করলে সেটা গ্রহণ করা তো প্রতারণা করা নয়। মিল্টন সমাদ্দার প্রতিহিংসার শিকার। ভালো কাজ করেছে। এজন্য সে চক্ষুশূল হয়েছে। আর সে তো তার আব্বার নামে জমি কেনেনি। ট্রাস্টের নামে কিনেছে। ভালোকে অ্যাপ্রিশিয়েট করা উচিত। তাকে হয়রানি করতে ডাহা মিথ্যা অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে। ট্রাস্ট তো আজকের না। এতোদিন তো চলে আসছে। থলের বিড়াল সাদা না কালো বেরিয়ে আসবে।
এদিন মিল্টন সমাদ্দারকে আদালতে হাজির করে মিরপুর মডেল থানায় করা মামলায় সাত দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তদন্ত কর্মকর্তা ডিবির মিরপুর জোনাল টিমের উপ-পরিদর্শক মোহাম্মদ কামাল হোসেন। রাষ্ট্রপক্ষে ঢাকা মহানগর পাবলিক প্রসিকিউটর আব্দুল্লাহ আবু রিমান্ড মঞ্জুরের পক্ষে শুনানি করেন।
উভয়পক্ষের শুনানি শেষে আদালত বলেন, তার বিরুদ্ধে যে অভিযোগ এসেছে, তা তদন্তের দাবি রাখে। এ সময় তার তিনদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।
এর আগে, বুধবার (১ মে) রাতে রাজধানীর মিরপুর এলাকায় অভিযান চালিয়ে মিল্টন সমাদ্দারকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
সম্প্রতি মিল্টন সমাদ্দারের বিভিন্ন অপকর্ম নিয়ে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হয়। এরপর থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে তাকে নিয়ে শুরু হয় সমালোচনার ঝড়। মুখ খুলতে থাকেন ভুক্তভোগীরাও। যদিও কয়েকটি গণমাধ্যমে সাক্ষাৎকার দিয়ে তার বিরুদ্ধে ওঠা সব অভিযোগ অস্বীকার করেন মিল্টন সমাদ্দার।
এনআর/এমএ