মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী বীর শহীদদের শ্রদ্ধা জানিয়েছেন দায়িত্ব পালনরত প্রধান বিচারপতি এম ইনায়েতুর রহিম।

মঙ্গলবার (২৬ মার্চ) সকালে ঢাকার সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল দিয়ে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় সুপ্রিম কোর্ট আপিল বিভাগ ও হাইকোর্ট বিভাগের বিচারপতিরা উপস্থিত ছিলেন। 

পরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ‘স্মৃতি চিরঞ্জীবে প্রধান বিচারপতির কার্যাভার পালনরত বিচারপতি এম ইনায়েতুর রহিম এবং সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিরা পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।

এমএইচডি/এসএম