আইনের বিভিন্ন ভাষা ও থিম নিয়ে তৈরি রঙ বে-রঙের পোশাক পরে ফ্যাশন শো করেছেন সুপ্রিম কোর্টের আইনজীবীরা।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় সুপ্রিম কোর্ট বার ভবন মিলনায়তনে বর্ণাঢ্য আয়োজনে এ ফ্যাশন শো অনুষ্ঠিত হয়। বাংলা গানের তালে তালে শাড়ি-পাঞ্জাবিতে মনোমুগ্ধকরভাবে আইনজীবীরা নিজেদের তুলে ধরেন। ১৫ নারী আইনজীবী ও ৩ পুরুষ আইনজীবী ফ্যাশন শো-তে অংশ নেন।

এতে প্রধান অতিথি ছিলেন সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার, বিশেষ অতিথি ছিলেন বিচারপতি খিজির আহমেদ চৌধুরী। আইনজীবীদের ব্যতিক্রমী এ ফ্যাশন শো দেখে অভিভূত হন বিচারপতিরা।

তারা বলেন, ফ্যাশন শো দেখে মনে হলো যেন পেশাদার মডেলরা পারফর্ম করলেন। আইনজীবীরা শুধু আইন চর্চা করেন তা নয়। সাংস্কৃতিক, মননশীল কর্মকাণ্ডে আইনপেশার মানুষ পিছিয়ে নেই, আজকের ফ্যাশন শো তারই প্রমাণ।

ফ্যাশন শো ও ল’ থিমে পোশাক তৈরি ও প্রদর্শনীর আয়োজন করার জন্য সুপ্রিম কোর্টের আইনজীবী এবং নারী উদ্যোক্তা মাসুমা মিথিলার প্রশংসা করেন অতিথিরা।

ফ্যাশন শো অনুষ্ঠানটি উপস্থাপনা করেন মডেল-অভিনেত্রী এবং সুপ্রিম কোর্টের আইনজীবী জান্নাতুল ফেরদৌস পিয়া। উপস্থিত ছিলেন সিনিয়র আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন, অ্যাডভোকেট আহসানুল করিম, শাহ মনজুরুল হক, ব্যারিস্টার সৈয়দ সায়েদুল হক সুমনসহ আইনজীবীরা।

এমএইচডি/এসএম