অসহযোগ আন্দোলন ও আসন্ন নির্বাচনকে ডামি নির্বাচন উল্লেখ করে ভোটবর্জনের আহ্বান জানিয়ে লিফলেট বিতরণ করেছেন বিএনপিপন্থি আইনজীবীরা।

মঙ্গলবার (২৬ ডিসেম্বর) ঢাকার জেলা জজ আদালত প্রাঙ্গণে তারা এ লিফলেট বিতরণ করেন। 

এসময় ঢাকা বারের সাবেক সভাপতি মো. ইকবাল হোসেন, সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট খোরশেদ আলম, অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী ও অ্যাডভোকেট মহসিন মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন।

লিফলেট বিতরণের সময় আসন্ন নির্বাচনকে ডামি নির্বাচন উল্লেখ করে ভোট বর্জনের আহ্বান জানান আইনজীবীরা। একইসঙ্গে অসহযোগ আন্দোলন সফল করতে জনগণের প্রতি উদাত্ত আহ্বানও জানান। তারা বলেন, ডামি নির্বাচন, সিট ভাগাভাগি ও সমঝোতার নির্বাচন এ দেশের জন্য কোনো কল্যাণ বয়ে আনবে না। তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সত্যিকার নির্বাচনের জন্য আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি। এ দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে।

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন বর্জন এবং অসহযোগ আন্দোলনের পক্ষে ২৬, ২৭ ও ২৮ ডিসেম্বর সারা দেশে গণসংযোগ ও লিফলেট বিতরণ কর্মসূচি ঘোষণা করে বিএনপি। গত রোববার (২৪ ডিসেম্বর) বিকেলে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এই কর্মসূচি ঘোষণা করেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

এনআর/জেডএস