বিএনপি নেতা নীরবসহ ১৪ নেতাকর্মীর ত্রিশ মাসের কারাদণ্ড

দশবছর আগে রাজধানীর তেজগাঁও থানার নাশকতা ও গাড়িতে অগ্নিসংযোগের মামলায় যুবদলের সাবেক সভাপতি সাইফুল আলম নীরব ও সাবেক কাউন্সিলর আনোয়ারুজ্জামানসহ বিএনপির ১৪ জনকে আড়াই বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। 

বৃহস্পতিবার (১৪ ডিসেম্বর) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. মোশাররফ হোসেন এ রায় ঘোষণা করেন।  

দণ্ডপ্রাপ্ত অপর আসামিরা হলেন, ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক পলাশ, তেজগাঁও থানা সেচ্ছাসেবক দলের সহ-সভাপতি মোহাম্মদ আজিজুর রহমান, রাজ, সেলিম, কবির, শফিজুর রহমান শাফিজ যুবদল নেতা জালাল, শ্রমিকদল নেতা শাহ আলম, আব্দুল জলিল, ইউসুফ হোসেন মিন্টু, তেজগাঁও কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক বাবু ও ছাত্রদল নেতা ঝন্টু।

আদালত সূত্রে জানা যায়, সরকারের পদত্যাগের দাবিতে রাজধানীর তেজগাঁও থানাধীন এলাকায় নাশকতা ও গাড়িতে আগুন দেওয়ার অভিযোগে ২০১৩ সালের নভেম্বরে পুলিশ বাদী হয়ে তেজগাঁও থানায় এ মামলা দায়ের করে। 

এনআর/এসএম