তারেক রহমানের নেতৃত্বের কারণে বিএনপিকে ভাঙা সম্ভব হয়নি : নিপুণ
ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী বলেছেন, তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের কারণে বিএনপিকে ভাঙতে পারেনি সরকার।
সোমবার (৪ ডিসেম্বর) আগাম জামিন পাওয়ার সুপ্রিম কোর্ট অঙ্গনে সাংবাদিকদের কাছে তিনি এ মন্তব্য করেন।
বিজ্ঞাপন
নিপুণ রায় চৌধুরী বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার দায়িত্ব দেশের জনগণের। বিএনপিকে ভাঙার বহু চেষ্টা করেছে সরকার। কিন্তু এই অবৈধ সরকারের সেই প্রচেষ্টা সফল হয়নি। তারেক রহমানের দূরদর্শী নেতৃত্বের কারণে বিএনপিকে ভাঙতে পারেনি সরকার।
আগাম জামিন পাওয়া যাদের অধিকার তাদের বিষয়ে প্রধান বিচারপতি সুদৃষ্টি দেবেন বলে এসময় তিনি প্রত্যাশা ব্যক্ত করেন। বিচার বিভাগ নির্বাহী বিভাগের আওতাধীন হয়ে যাওয়ায় সবাইকে আগাম জামিন দেওয়া হচ্ছে না বলে অভিযোগ করেন বিএনপির এই নেত্রী।
আরও পড়ুন
এর আগে নাশকতার আট মামলায় ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীকে আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। ১১ জানুয়ারি পর্যন্ত তাকে আগাম জামিন দেওয়া হয়েছে। সোমবার (৪ ডিসেম্বর) বিচারপতি হাবিবুল গণি ও বিচারপতি আহমেদ সোহেলের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।
রাজধানীর রমনা ও পল্টনের সাতটি এবং দক্ষিণ কেরাণীগঞ্জ থানার এক মামলায় তাকে জামিন দিয়েছেন আদালত।
নিপুণ রায় চৌধুরীর বাবা অ্যাডভোকেট নিতাই চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।
এমএইচডি/এসএসএইচ