অবরোধ সমর্থনে আইনজীবীদের মিছিল
আগামী সপ্তাহে আরও কঠোর কর্মসূচি আসছে
বিএনপির ডাকা অবরোধ কর্মসূচির সমর্থনে সুপ্রিম কোর্টে মিছিল ও সমাবেশ করেছে বিএনপিপন্থি আইনজীবীরা।
বৃহস্পতিবার (২ নভেম্বর) দুপুর ১টায় ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের ব্যানারে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সামনে থেকে বিএনপিপন্থি শতাধিক আইনজীবী অবরোধের সমর্থনে মিছিল করেন।
বিজ্ঞাপন
এসময় তারা বাংলাদেশ বার কাউন্সিল সংলগ্ন সুপ্রিম কোর্টের গেটের দিকে অগ্রসর হন। কিন্তু পুলিশের বাধায় বার কাউন্সিল সংলগ্ন রাস্তার ওপর বসে অবরোধ সমর্থনে সমাবেশ করেন তারা এবং সরকারের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
সমাবেশে বক্তব্য রাখেন- ইউনাইটেড লইয়ার্স ফ্রন্টের কো-কনভেনর অ্যাডভোকেট সুব্রত চৌধুরী, জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সুপ্রিম কোর্ট ইউনিটের সভাপতি আব্দুল জব্বার ভুইয়া, হাইকোর্ট বিভাগের সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী, সুপ্রিম কোর্ট বারের সাবেক সহ-সভাপতি জগলুল হায়দার আফ্রিক, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক রুহুল কুদ্দুস কাজল, ইউনাইটেড ল’ইয়ার্স ফ্রন্টের সমন্বায়ক গাজী কামরুল ইসলাম সজল, সৈয়দ মামুন মাহবুব, সুপ্রিম কোর্ট ইউনিটের কো-কনভেনর মোহাম্মদ আলী, আইনজীবী এ কে এম রেজাউল করীম খন্দকার ও নূরে এরশাদ সিদ্দিকী।
বিক্ষোভ মিছিলে অংশ নেন সুপ্রিম কোর্ট বার এডহক কমিটির আহ্বায়ক অ্যাডভোকেট মহসীন রশিদ, আইনজীবী আবেদ রাজা, গোলাম মোহাম্মদ চৌধুরী আলাল, মো. আক্তারুজ্জামান, ইউসুফ আলী, মনিরুজ্জামান আসাদ, মোরশেদ আল মামুন লিটন, রেজাউল করীম রেজা, মো. মাহবুবুর রহমান খান, মো. মুজিবুর রহমান, শামীমা সুলতানা দীপ্তি, গাজী তৌহিদুল ইসলাম, মির্জাল মাহমুদ, মোস্তাফিজুর রহমান আহাদ, এমদাদুল হানিফ, সালমা সুলতানা সোমা, জহিরুল ইসলাম সুমন, একেএম এহসানুর রহমান, পারভেজ হোসেন, মো. মাকসুদ উল্লাহ, একেএম খলিলুল্লাহ কাশেম প্রমুখ।
সমাবেশে অ্যাডভোকেট সুব্রত চৌধুরী বলেন, জাতিসংঘসহ আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলো বলেছে সরকার লাঠিয়াল বাহিনী দিয়ে, আইনশৃঙ্খলা বাহিনী দিয়ে এই সব ঘটনা ঘটিয়ে বিএনপির উপর দোষ চাপাচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রী আন্তর্জাতিক মহল এখন আপনাকে আর বিশ্বাস করে না। আপনি বলেছিলেন বিএনপিকে ধ্বংস করে দেবেন। বিএনপি একটি সন্ত্রাসী দল। এখন দেখছি আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাবে। আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ সন্ত্রাসী দল।
তিনদিনের অবরোধ কর্মসূচি সফল করার জন্য বিএনপি এবং শরিক দলের সব নেতাকর্মীকে ধন্যবাদ জানিয়ে সাবেক বিচারপতি ফয়সাল মাহমুদ ফয়েজী বলেন, আমাদের অনুপ্রেরণা দেশনায়ক তারেক রহমান। আমরা তার নেতৃত্বে আন্দোলনে ঝাঁপিয়ে পড়েছি। আপনারা কখনো মনে কোনো দ্বিধা-দ্বন্দ্ব বা প্রশ্ন রাখবেন না। তারেক রহমানের বক্তব্যগুলো মনোযোগ দিয়ে শুনবেন। দেখবেন আপনি উজ্জীবিত হচ্ছেন। জনগণের সমর্থনপুষ্ট একটি সফল আন্দোলন আমরা করতে পেরেছি। দেশের মানুষ জেগে উঠেছে। আজ দেখেন অবরোধ কর্মসূচির কারণে দেশে প্রতিটি মহাসড়কে বড় বড় যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
অ্যাডভোকেট রুহুল কুদ্দুস কাজল বলেন, সরকারকে অনুরোধ করব জনগণের ভোটের অধিকারের দাবির প্রতি সম্মান জানিয়ে অবিলম্বে পদত্যাগ করুন। দেশকে বাঁচান।
অ্যাডভোকেট গাজী কামরুল ইসলাম সজল বলেন, নির্দলীয় সরকার ছাড়া দেশে কোনো নির্বাচন হবে না। আগামী সপ্তাহে আরো কঠোর কর্মসূচি আসছে।
অ্যাডভোকেট সৈয়দ মামুন মাহবুব বলেন, গণতন্ত্র উদ্ধারের এই খেলায় সাধারণ জনতা জিতবে। এই স্বৈরাচার সরকারের পতন হবে।
এমএইচডি/এমজে