রাজনীতি না করেও হয়রানির শিকার ইশরাকের ভাই : আইনজীবী
নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানার মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনের ছোট ভাই ইশফাক হোসেন কোনো রাজনীতি না করেও তাকে কারাগারে যেতে হয়েছে বলে দাবি করেছেন আইনজীবী অ্যাডভোকেট মো. নিহার হোসেন ফারুক।
রোববার (২৯ অক্টোবর) রাত ৮টায় আদালত প্রাঙ্গণে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
আইনজীবী বলেন, কোনো ধরনের রাজনীতির সঙ্গে ইশফাক জড়িত ছিল না। বড় ভাই ইঞ্জিনিয়ার ইসরাক হোসেনকে পুলিশ বাসায় না পেয়ে ছোট ভাইকে গ্রেপ্তার করেছে। এটা একটা প্রতিহিংসা ছাড়া আর কিছু না। ইশফাক হোসেন পড়ালেখার জন্য থাকেন লন্ডনে। দেশের কোনো রাজনীতির সঙ্গে সে জড়িত না। তারপরও তাকে গ্রেপ্তার করেছে। দেশে যে আইনের শাসন নেই সরকার আবারো তা ইশফাককে গ্রেপ্তারের মধ্য দিয়ে প্রমাণ করল। আর সবচেয়ে বড় কথা হলো ইশফাক ওই দিন সমাবেশেও অংশগ্রহণ করেননি। এটা সম্পূর্ণ মিথ্যা মামলায় তাকে কারাগারে যেতে হলো। আমরা তার জামিনের জন্য উচ্চ আদালতে যাব।
উল্লেখ্য, নাশকতার অভিযোগে রাজধানীর পল্টন থানায় দায়ের করা মামলায় বিএনপি নেতা ইশরাক হোসেনের ছোট ভাই ইশফাক হোসেনসহ ৬ জনের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. রশিদুল আলমের আদালত আসামিদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
তবে বিএনপিপন্থি আইনজীবীরা তাদের জামিন চেয়ে শুনানি করেন।
এমএল/এমএ