আদালতে অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র / ছবি : ঢাকা পোস্ট

হেফাজতে ইসলামের সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অভিযান নিয়ে অসত্য ও বিকৃত তথ্য প্রচারের মামলায় মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান শুভ্র ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানকে দুই বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত। রায় ঘোষণার পর রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষ তাৎক্ষণিক পৃথক প্রতিক্রিয়ায় অসন্তোষ প্রকাশ করেছেন।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন। রায়ে উভয়কে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড হবে।

এ বিষয়ে সাইবার ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) মোহাম্মদ নজরুল ইসলাম শামীম বলেন, ‘আমরা রায়ে সন্তুষ্ট না। এ মামলার রায়ে সাজা আরও বেশি প্রত্যাশা করেছিলাম। রায়ের কপি হাতে পাওয়ার পর পর্যালোচনা শেষে সিদ্ধান্ত নেব।’ 

এদিকে রায়ের প্রতিক্রিয়ায় আসামিপক্ষের আইনজীবী রুহুল আমিন ভুইয়া বলেন, ‘আলোচিত এ মামলার রায়ে আমরা সংক্ষুব্ধ। এ মামলা প্রমাণ করতে যে ডকুমেন্টস প্রয়োজন ছিল তা আদালতে উপস্থাপন করতে রাষ্ট্রপক্ষ সম্পূর্ণ ব্যর্থ হয়েছে। আমরা রায়ের কপি পাওয়ায় পর তা পর্যালোচনা করে উচ্চ আদালতে আপিল করব। সেখানে তারা খালাস পাবেন বলে আশা করছি।’

এমএল/এসএম