হিরো আলমকে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকিদাতা কারাগারে
ঢাকা-১৭ আসনের উপ-নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ইউটিউবার আশরাফুল হোসেন আলম ওরফে হিরো আলমকে বস্তায় ভরে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকিদাতা আবু আহম্মদকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।
বুধবার (২৬ জুলাই) হাতিরঝিল থানার উপ-পরিদর্শক আব্দুল কাদির আসামি আবু আহম্মদকে আদালতে হাজির করে ৫৪ ধারায় কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোশাররফ হোসেনের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এ সময় আবু আহম্মদের পক্ষে কোনো আইনজীবী ছিলেন না।
বিজ্ঞাপন
হাতিরঝিল থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার (নন জিআর) সাব-ইন্সপেক্টর রাফাত আরা সুলতানা বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, আজ সকালে হাতিরঝিল থানা পুলিশ হিরো আলমকে বস্তায় ভরে বুড়িগঙ্গায় ভাসিয়ে দেওয়ার হুমকির ঘটনায় যে জিডি করা হয়েছিল সেটির তদন্তের অনুমতি চেয়ে আদালতে আবেদন করে। এরই পরিপ্রেক্ষিতে আদালত তদন্তের নির্দেশ দেন। আজ সকালে আদালতে উপস্থিত ছিলেন হিরো আলম।
এর আগে সোমবার (২৪ জুলাই) রাতে হত্যার হুমকির পরিপ্রেক্ষিতে হিরো আলম হাতিরঝিল থানায় উপস্থিত হয়ে জিডি করেন।
সাধারণ ডায়েরিতে হিরো আলম উল্লেখ করেন, আমার বর্তমান ঠিকানার বাসায় অবস্থানকালে আমার ব্যক্তিগত মোবাইল নম্বরে রাত ৯:৪৩, ৯:৫৪, ১১:১৮ মিনিটে অজ্ঞাত ব্যক্তি, যার মোবাইল নং 01323792… হতে কল দিয়ে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজসহ আমাকে দেখে নেওয়ার হুমকি প্রদান করে। আমি তাকে গালিগালাজ করতে নিষেধ করলে, সে আগামী সাত দিনের মধ্যে আমাকে প্রাণে মেরে বুড়িগঙ্গা নদীতে ফেলে দেবে বলে পুনরায় হুমকি প্রদান করে। এতে আমি শঙ্কিত।
এনআর/এসকেডি