চট্টগ্রামের সাবেক কাস্টমস কর্মকর্তার বিরুদ্ধে দুইটি মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। একটিতে তার সঙ্গে মেয়েকে আসামি করা হয়েছে এবং অন্যটিতে তার স্ত্রীকে। মঙ্গলবার (২০ জুন) এ দুইটি মামলাই দায়ের করেন দুদক সমন্বিত কার্যালয়ের চট্টগ্রাম-২ এর সহকারী পরিচালক মো. আবদুল মালেক।

মামলার আসামিরা হলেন- চট্টগ্রাম কাস্টমস ট্রেনিং অ্যাকাডেমির সাবেক রাজস্ব কর্মকর্তা গোলাম কিবরিয়া হাজারী (৬৮), তার স্ত্রী মিসেস সেলিনা আক্তার (৪৮) ও সাদিয়া আক্তার ফারহা (২৮)। গোলাম কিবরিয়ার বাড়ি ফেনী সদর উপজেলায়। তার বাবার নাম দেলোয়ার হোসেন হাজারী।

মামলার বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন দুদক চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক নাজমুচ্ছায়াদাত।

একটি মামলার এজাহারে উল্লেখ করা হয়- সাবেক কাস্টমস কর্মকর্তা গোলাম কিবরিয়া ৩ কোটি ৪০ লাখ টাকার সম্পদ অবৈধভাবে উপার্জন করেছেন। একইসঙ্গে দুদকে দাখিল করা বিবরণীতে তিনি ৩ কোটি ৫০ লাখ টাকার সম্পদ উপার্জনের তথ্য গোপন করেন। এ সম্পদ অর্জনে সহায়তা করেন তার মেয়ে সাদিয়া আক্তার ফারহা। এ কারণে তাকেও আসামি করা হয়।

অপর মামলার এজাহারে উল্লেখ করা হয়- সাবেক কাস্টমস কর্মকর্তা গোলাম কিবরিয়ার স্ত্রী সেলিনা আক্তার ৪ কোটি ৯৯ লাখ টাকার সম্পদ অবৈধভাবে উপার্জন করেছেন। একইসঙ্গে তিনি দুদকে দাখিল করা বিবরণীতে ২ কোটি ৩৯ টাকার সম্পদ গোপন করেন। এ সম্পদ উপার্জনে সহায়তা করেন তার স্বামী গোলাম কিবরিয়া। এ কারণে তাকেও আসামি করা হয়।

এমআর/এফকে