সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালু মহালের ইজারা কোনোপক্ষের কাছে হস্তান্তর না করার নির্দেশনা চেয়ে আপিল বিভাগে আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১১ এপ্রিল) আপিল বিভাগের চেম্বার আদালতে রিটকারী ফেরদৌস আলমের পক্ষে অ্যাডভোকেট খুরশিদ আলম খান ও অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া এ আবেদন দায়ের করেন।

এর আগে গত ১৩ মার্চ সুনামগঞ্জের তাহিরপুরের যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালু মহালের ইজারা কার্যক্রম স্থগিত করেন হাইকোর্ট। পরে এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করেন সুনামগঞ্জের জেলা প্রশাসক। শুনানি নিয়ে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ ৮ সপ্তাহের জন্য স্থগিত করেন। 

আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া বলেন, তাহিরপুরের যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালু মহালের ইজারা নিয়ে আপিল বিভাগ ও  হাইকোর্টে মামলা বিচারাধীন রয়েছে। এই মামলা নিষ্পত্তি না পর্যন্ত যেন যাদুকাটা-১ ও যাদুকাটা-২ বালু মহালের ইজারা কারো কাছে হস্তান্তর করা না হয় চেম্বার আদালতে আমরা এই আবেদন করেছি। আশা করছি অচিরেই এই আবেদনের ওপর শুনানি হবে। 

এমএইচডি/জেডএস