সালমান শাহ’র জীবনী নিয়ে নির্মিত ড্রামা সিরিয়াল ‘বুকের মধ্যে আগুন’র প্রচার বন্ধে কেন পদক্ষেপ নেওয়া হবে না, এই মর্মে রুল জারি করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (৪ এপ্রিল) বিচারপতি খসরুজ্জামানের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ ৪ সপ্তাহের এ রুল জারি করেন।

সালমান শাহ’র মা নীলা চৌধুরীর দায়ের করা রিটের শুনানি নিয়ে আদালত এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী চৌধুরী মোর্শেদ কামাল টিপু। সঙ্গে ছিলেন আইনজীবী একে খান উজ্জ্বল, এম রহমান রাহাত বিরজা বালা ও শারমিন রহমান।

আইনজীবীরা বলেন, বুকের মধ্যে আগুন ড্রামা সিরিয়ালে সালমান শাহ ও তার মা নীলা চৌধুরীর জীবনী নিয়ে মিথ্যা ও মনগড়া তথ্য অসম্মানজনকভাবে উপস্থাপন করা হয়েছে।

ওটিটি প্ল্যাটফর্ম ‘হৈচৈ’-এ আট পর্বের এই ড্রামা সিরিয়াল প্রচারিত হচ্ছে।

এমএইচডি/কেএ