রাজধানীর রমনা মডেল থানার ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় প্র‍থম আলোর সাংবাদিক শামসুজ্জামানকে আদালতে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার (৩০ মার্চ) সকালে তাকে আদালতে হাজির করা হয়। এসময় শামসুজ্জামানকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা ও রমনা মডেল থানার পরিদর্শক আবু আনছার। সেখানে উল্লেখ করা হয়েছে- ‘আসামি শামসুজ্জামান জামিনে মুক্তি পেলে তদন্তে বিঘ্ন ঘটতে পারে।’

আরও পড়ুন->>> রমনা থানার মামলায় শামসুজ্জামান গ্রেপ্তার, নেওয়া হয়েছে আদালতে

এদিন আদালতে শামসুজ্জামানের জামিন চেয়ে আবেদন করেছেন তার আইনজীবী প্রশান্ত কুমার কর্মকার।

আরও পড়ুন->>>যেসব অভিযোগ আনা হয়েছে সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে

এর আগে স্বাধীনতা দিবসে করা একটি প্রতিবেদনকে কেন্দ্র করে সাংবাদিক শামসুজ্জামানের বিরুদ্ধে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও থানায় আরেকটি মামলা দায়ের হয়। তবে সে মামলায় এ পর্যন্ত কোন আবেদন আদালতে জমা হয়নি।

আরও পড়ুন->>> প্রথম আলো সম্পাদকের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা

প্রসঙ্গত, গতকাল বুধবার রাতে অ্যাডভোকেট আবদুল মশিউর মালেক নামের এক ব্যক্তি বাদী হয়ে রাজধানীর রমনা থানায় আরেকটি মামলা দায়ের করেন। এ মামলায় প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান, পত্রিকাটির সাভারের নিজস্ব প্রতিবেদক শামসুজ্জামান শামস, সহযোগী ক্যামেরাম্যান এবং অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করা হয়েছে।

এনআর/এমজে