রাজধানীর দারুসসালাম এলাকায় সাত বছরের শিশুকে ধর্ষণের দায়ে রিপন নামে এক আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি তাকে দুই লাখ টাকা অর্থদণ্ড অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৮ এর বিচারক মাফরোজা পারভীনের আদালত আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

সংশ্লিষ্ট আদালতের রাষ্ট্র পক্ষের আইনজীবী স্পেশাল পাবলিক প্রসিকিউটর মো. রেজাউল করিম বিষয়টি জানিয়েছেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ভিকটিম তার পরিবারের সঙ্গে দারুসসালাম থানার ১৪ নম্বর আনন্দনগর ঋষিপাড়া ডালি কোম্পানির বাড়ির সামনে বসবাস করতো। আসামিও একই স্থানে সপরিবারে বসবাস করতো। ২০১৮ সালের ১৪ জুলাই সন্ধ্যা ৬টার দিকে ভিকটিমের মা বাসায় না থাকার সুযোগে আসামি ভিকটিমকে কলা খাওয়ার কথা বলে বাসায় নিয়ে ধর্ষণ করে। পরে এ ঘটনায় ভিকটিমের মামা বাদী হয়ে আসামির বিরুদ্ধে ধর্ষণের মামলা দায়ের করেন।

২০১৯ সালের ১৬ নভেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা দারুস সালাম থানার উপ-পরিদর্শক এনায়েত হোসেন আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করে।

২০২০ সালের ১০ ডিসেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত।

এনআর/এসএম