ব্যবসায়ী ও কর্মচারীকে অপহরণের পর হত্যা, ২ আসামি রিমান্ডে
রাজধানীর চকবাজার থানাধীন আলীরঘাট এলাকায় জুয়েল শিকদার নামে এক ব্যবসায়ী ও তার কর্মচারী মোর্শেদ আলমকে অপহরণের পর হত্যার অভিযোগে গ্রেপ্তার দুই আসামিকে রিমান্ডে নেওয়া হয়েছে। রিমান্ডে নেওয়া আসামিরা হলেন- নুরুজ্জামান হাওলাদার ও আব্দুল আজিজ সিকদার।
শুক্রবার (২৩ ডিসেম্বর) তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর ঘটনার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন চকবাজার মডেল থানার উপ-পরিদর্শক জহিরুল ইসলাম। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ড বাতিলসহ জামিনের আবেদন করেন। উভয়পক্ষের শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তরিকুল ইসলামের আদালত প্রত্যেকের ৫ দিন করে রিমান্ড মঞ্জুর করেন। আদালতের চকবাজার থানার সাধারণ নিবন্ধন শাখা সূত্রে এ তথ্য জানা যায়।
বিজ্ঞাপন
এর আগে গত ২১ ডিসেম্বর জুয়েল সিকদারের বাবা হাজী মো. আশরাফ চকবাজার মডেল থানায় বাদী হয়ে অজ্ঞাতনামাদের আসামি করে নিখোঁজ মামলা দায়ের করেন।
মামলা সূত্রে জানা যায়, গত ১৪ ডিসেম্বর বিকেল ৩টার দিকে ব্যবসায়ী জুয়েল লক্ষ্মীপুর/ভোলা থেকে প্লাস্টিকের কাঁচামাল কেনার জন্য কর্মচারী মোর্শেদ আলমকে সঙ্গে নিয়ে ৫ লাখ ২০ হাজার টাকাসহ বাসা থেকে বের হন। পরে তাদের ফোন বন্ধ পাওয়া যায়। নিখোঁজ থাকার পরে গত ১৮ ডিসেম্বর জুয়েল সিকদারের মরদেহ বরিশাল জেলার ইলিশা নৌ পুলিশ ফাঁড়িতে ও ২০ ডিসেম্বর কর্মচারী মোর্শেদের মরদেহ ভোলা জেলার বোরহানউদ্দিন থানা এলাকায় পাওয়া যায়।
এনআর/এসকেডি