আ. ন. ম. শামশুল ইসলাম (বাঁয়ে) ও মিয়া গোলাম পরওয়ার/ ছবি : ঢাকা পোস্ট

কারাগারে ডিভিশন সুবিধা চেয়ে হাইকোর্টে রিট করেছেন জামায়াতের সাবেক দুই সংসদ সদস্য। বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চে সম্প্রতি পৃথক দুটি রিট আবেদন দায়ের করা হয়। 

আইনজীবী মো. শাহাদাত হোসেন ও মোহাম্মদ শিশির মনির তাদের পক্ষে রিট দায়ের করেন। রিটে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সচিবসহ ৬ জনকে বিবাদী করা হয়েছে।

কারাগারে ডিভিশন সুবিধা চেয়ে হাইকোর্টে রিট আবেদনকারীরা হলেন, জামায়েতের সেক্রেটারি জেনারেল সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার ও জামায়াতের নায়েবে আমির সাবেক এমপি আ. ন. ম. শামশুল ইসলাম।

সোমবার সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্বাস উদ্দিন রিট দায়ের করার বিষয়টি নিশ্চিত করেছেন।

উল্লেখ্য, ২০২১ সালের ৩০ মার্চ ভাটারা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়। ওই মামলায় ২০২১ সালের ১০ সেপ্টেম্বর চট্টগ্রাম-১৪ আসনের জামায়াতের সাবেক সংসদ সদস্য আ. ন. ম. শামশুল ইসলামকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর থেকে তিনি চট্টগ্রামের কারাগারে আছেন। এছাড়াও অন্য মামলায় কাশিমপুর কারাগারে আছেন খুলনা-৫ আসনের জামায়াতের সাবেক সংসদ সদস্য মিয়া গোলাম পরওয়ার।

এমএইচডি/এসকেডি