রাজধানীর ডেমরা থেকে গ্রেপ্তার নতুন জঙ্গি সংগঠন ‘জামাতুল আনসার ফিল হিন্দাল শারক্বীয়া’র ৫ সদস্যের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) তাদের আদালতে হাজির করে পুলিশ। এরপর সন্ত্রাস বিরোধী আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তাদের ১০ দিনের রিমান্ডে নেওয়ার আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা কাউন্টার টেরোরিজমের পুলিশ পরিদর্শক দেলোয়ার হোসেন। শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম তাদের দুই দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

আসামিরা হলেন, মো. আব্দুল্লাহ (২২), মো. তাজুল ইসলাম (৩৩), মো. জিয়াউদ্দিন (৩৭), মো. হাবিবুল্লাহ (১৯) ও মো. মাহামুদুল হাসান (১৮)। 

এর আগে বুধবার রাজধানীর ডেমরা এলাকায় অভিযান চালিয়ে নতুন উগ্রবাদী এ জঙ্গি সংগঠনের ৫ সদস্যকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছ থেকে তিনটি মোবাইল, ফতুওয়া সংক্রান্ত ১২ পাতার কাগজ জব্দ করা হয়। এরপর সন্ত্রাস বিরোধী আইনে ডেমরা থানায় একটি মামলা করেন কাউন্টার টেরোরিজমের পুলিশ পরিদর্শক এস এম মিজানুর রহমান। 

এনআর/এসকেডি