সুপ্রিম কোর্টের আইনজীবী শাহজাহান হাওলাদার মারা গেছেন
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য, ঢাকা আইনজীবী সমিতির সাবেক সহ-সভাপতি অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান হাওলাদার মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৮ বছর।
সোমবার (২৬ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৫টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিষয়টি নিশ্চিত করেছেন।
বিজ্ঞাপন
মৃত্যুকালে মোহাম্মদ শাহজাহান হাওলাদার স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
শাহজাহান হাওলাদার ১৯৮১ সালের ২২ আগস্ট বাংলাদেশ বার কাউন্সিল থেকে আইন পেশা পরিচালনার অনুমতি পান। ওই বছরের ২ সেপ্টেম্বর তিনি ঢাকা আইনজীবী সমিতির সদস্যভুক্ত হন।
১৯৯৩ সালের ২৭ ফেব্রুয়ারি বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনার অনুমতি পান শাহজাহান হাওলাদার। তিনি ২০০০ সালের ২১ ডিসেম্বর সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সদস্য পদ লাভ করেন।
তার গ্রামের বাড়ি মাদারীপুরের শিবচরে।
এমএইচডি/এমএইচএস