২০১৩ সালে সিআরবি এলাকায় চাঞ্চল্যকর জোড়া খুনের ঘটনায় দায়ের করা মামলায় চারজনের সাক্ষ্যগ্রহণ হয়েছে।

বুধবার (৩১ আগস্ট) চট্টগ্রামের তৃতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. জসিম উদ্দিনের আদালতে সাক্ষ্যগ্রহণ হয়। একইসঙ্গে আগামী ২৫ অক্টোবর সাক্ষ্যগ্রহণের সময় নির্ধারণ করেছেন আদালত।

চট্টগ্রাম মহানগর পাবলিক প্রসিকিউটর (পিপি) বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. ফখরুদ্দিন চৌধুরী ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিআরবি এলাকায় চাঞ্চল্যকর জোড়া খুনের মামলায় আজ চারজনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। মো. জাবেদ,  মো. মনির হোসেন, সুনিল ভৌমিক ও রমজান আলী শামীম সাক্ষ্য দিয়েছেন। একইসঙ্গে আদালত আগামী ২৫  অক্টোবর সাক্ষ্যগ্রহণের সময় নির্ধারণ করেছেন।

উল্লেখ্য, রেলওয়ে পূর্বাঞ্চলের কোটি টাকার দরপত্রের নিয়ন্ত্রণ নিয়ে ২০১৩ সালের ২৪ জুন যুবলীগের সাবেক কেন্দ্রীয় নেতা হেলাল আকবর চৌধুরী বাবর এবং ছাত্রলীগের তৎকালীন কেন্দ্রীয় নেতা সাইফুল আলম লিমনের অনুসারীদের মধ্যে চট্টগ্রামের সিআরবি এলাকায় সংঘর্ষ হয়। এসময় গুলিতে প্রাণ হারান যুবলীগ কর্মী সাজু পালিত (২৮) ও পথচারী শিশু মোহাম্মদ আরমান (৮)।

এ ঘটনায় কোতোয়ালি থানা পুলিশ বাদী হয়ে বাবর-লিমনসহ ৮৭ জনের নাম উল্লেখ করে মামলা করে। তদন্ত শেষে ২০১৫ সালে ৬২ আসামির বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করে নগর গোয়েন্দা পুলিশ। পরে আদালত পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন। ২০১৮ সালের ফেব্রুয়ারিতে পিবিআই নতুন করে ৬৪ জনের বিরুদ্ধে আদালতে সম্পূরক চার্জশিট দাখিল করে।

কেএম/এমএইচএস