নারায়ণগঞ্জের রূপগঞ্জের পূর্বাচল এলাকায় মেরিন সিটির ব্যানারে থাকা আড়াই হাজার বিঘা জমির মাটি ভরাট কার্যক্রমের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে অবৈধভাবে মাটি ভরাট বন্ধে বিবাদীদের নিষ্ক্রিয়তাকে কেন বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে ‍রুল জারি করেছেন আদালত।

রোববার (২৮ আগস্ট) বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার মাহিন এম রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায়। 

ব্যারিস্টার মাহিন এম রহমান বলেন, রূপগঞ্জ থানায় পূর্বাচল এলাকায় মেরিন সিটি আড়াই হাজার বিঘা জমি বালু ভরাট করছে অবৈধভাবে। এটিকে চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টে রিট দায়ের করি। আদালত শুনানি নিয়ে রুল জারি করেছেন এবং বালু ভরাটের ওপর নিষেধাজ্ঞা দিয়েছেন। নারায়ণগঞ্জের জেলা প্রশাসক, রূপগঞ্জ থানার ওসি সহ সংশ্লিষ্টদের মাটি ভরাট বন্ধ করতে বলেছেন। এছাড়া জেলা প্রশাসককে বিষয়টি তদন্ত করতে বলা হয়েছে।

আরও পড়ুন: সাবেক স্পিকার জমির উদ্দিন সরকারের ৫ মামলা সুপ্রিম কোর্টে বাতিল

তিনি বলেন, প্রশাসনের নাকের ডগায় অবৈধভাবে বালু ভরাট করা হচ্ছে। হাজার হাজার মানুষ তাতে ক্ষতিগ্রস্ত হচ্ছে। এই কারণে প্রশাসনের নিষ্ক্রিয়তাকে চ্যালেঞ্জ করে আমরা হাইকোর্টে রিট দায়ের করি।

রিট আবেদন থেকে জানা যায়, রূপগঞ্জ এলাকার বাসিন্দা এ কে এম তমিজ উদ্দিন রাজসহ ১২ জন স্থানীয় বাসিন্দা এ রিট দায়ের করেন। রিটে বিবাদী করা হয় ভূমি সচিব, গৃহায়ন ও গণপূর্ত সচিব, কৃষি সচিব, স্থানীয় সচিব, পরিবেশ সচিব, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক, রাজউক চেয়ারম্যান, নারায়ণগঞ্জ জেলা প্রশাসক, রূপগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা, উপজেলা সাব রেজিস্ট্রারসহ ১৩ জনকে বিবাদী করা হয়।

এমএইচডি/এসএসএইচ