আদালত অবমাননার ঘটনায় ময়মনসিংহ ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদককে তলব করেছেন হাইকোর্ট।২৮ আগস্ট তাদেরকে আদালতে হাজির হতে বলা হয়েছে।

রোববার (২১ আগস্ট) বিচারপতি জাফর আহম্মেদ ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আইনজীবী মোহাম্মদ শিশির মনির বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, আদালত অবমাননায় কেন শাস্তি দেওয়া হবে না মর্মে জানতে চেয়ে ময়মনসিংহ ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদককে স্বশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দেওয়ার দিন আজ ধার্য ছিল। গত ৪ আগস্ট বিচারপতি জাফর আহম্মেদ ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের বেঞ্চ রুলটি ইস্যু করেন। আজ তাদের ব্যাখ্যা দেওয়ার তারিখ ধার্য থাকলেও তারা কেউ আদালতে হাজির হয়নি। এই ঘটনায় আদালত ময়মনসিংহ পুলিশ সুপার এবং কোতোয়ালি থানা ওসিকে ২৮ আগস্ট আদালতের সামনে হাজির করার নির্দেশনা দেন।

আইনজীবী বলেন, গত ১৩ জানুয়ারি ময়মনসিংহ ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের ৩ আইনজীবীর সদস্যপদ স্থগিত করলে তারা  হাইকোর্ট রিট আবেদন দায়ের করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে হাইকোর্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদককে স্থগিতাদেশ সম্পর্কে ব্যাখ্যা দেওয়ার জন্য নির্দেশ দেন। ওই নির্দেশ অমান্য করায় আদালত তাদের বিরুদ্ধে আদালত অবমাননার রুল জারি করেন।

এমএইচডি/জেডএস