ঝিনাইদহ পৌরসভা নির্বাচনের লক্ষ্যে আগামী অক্টোবর মাসের তৃতীয় সপ্তাহে তফসিল ঘোষণার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ঝিনাইদহ পৌরসভার ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আবদুল খালেকের মনোনয়নপত্র বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করেছেন আদালত।

বৃহস্পতিবার (১১ আগস্ট) বিচারপতি জাফর আহমেদ ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা ও অ্যাডভোকেট শাহ মঞ্জুরুল হক। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল নওরোজ মো. রাসেল চৌধুরী।

গত ১২ জুন আচরণবিধি লঙ্ঘনের দায়ে ঝিনাইদহ পৌরসভার ক্ষমতাসীন আওয়ামী লীগের মেয়র পদপ্রার্থী আবদুল খালেকের মনোনয়নপত্র বাতিল করে নির্বাচন কমিশন (ইসি)। প্রতিদ্বন্দ্বী একজন প্রার্থীর প্রচারে বাধা দেওয়া ও সমর্থকদের আক্রমণ করায় তার প্রার্থিতা বাতিল করা হয়।

পরে ঝিনাইদহ পৌরসভা নির্বাচন স্থগিত করে নির্বাচন কমিশন (ইসি)। গত ১৫ জুন এ পৌরসভায় নির্বাচন হওয়ার কথা ছিল। 

ইসির নির্বাচন পরিচালনা শাখার উপ-সচিব মো. আতিয়ার রহমান নির্বাচনের স্থগিত নির্দেশনা সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে পাঠান।

এমএইচডি/জেডএস