২০০৪ সালের ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় আলোচিত জজ মিয়ার জন্য ১০ কোটি টাকা ক্ষতিপূরণ চেয়ে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

বৃহস্পতিবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হুমায়ন কবীর পল্লব এ নোটিশ পাঠান। 

আরও পড়ুন : জজ মিয়ার জবানবন্দিতে ২১ আগস্টের মামলা 

স্বরাষ্ট্র সচিবসহ সংশ্লিষ্টদের কাছে এ নোটিশ পাঠানো হয়েছে। 

নোটিশে সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, সাবেক আইজিপি খোদাবক্স চৌধুরী, সাবেক এএসপি আব্দুর রশিদ, মুন্সি আতিকুর রহমান, সাবেক বিশেষ পুলিশ সুপার রুহুল আমিনসহ ২১ আগস্ট ভয়াবহ গ্রেনেড হামলায় জড়িতদের সকল সম্পদ বাজেয়াপ্ত করে তা থেকে এই ক্ষতিপূরণের টাকা আদায় করে দিতে বলা হয়েছে। এছাড়া নির্দোষ জজ মিয়ার কারাবাসের কারণে যে আর্থিক,সামাজিক ও শারীরিক ক্ষতি হয়েছে, তা তদন্তের জন্য একটি কমিটি গঠনের কথা বলা হয়েছে নোটিশে। 

আগামী ১৫ দিনের মধ্যে ১০ কোটি টাকা ক্ষতিপূরণ আদায়ে পদক্ষেপ গ্রহণ না করলে উচ্চ আদালতে রিট করা হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

এমএইচডি/এনএফ