ডিবিসির সাংবাদিকদের ওপর হামলা : রিমান্ড শেষে কারাগারে ৩ আসামি
বেসরকারি টেলিভিশন ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম জুয়েল ও ক্যামেরাপারসন আজাদ আহমেদের উপর হামলার মামলায় গ্রেপ্তার ৩ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
বৃহস্পতিবার (৪ আগস্ট) জামিন আবেদন নামঞ্জুর করে ঢাকার একটি আদালত তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন। ওই ৩ জন হলেন- মো. কাওছার ভূঁইয়া, মো. সুমন মিয়া ও মো. মাসুম বিল্লাহ।
বিজ্ঞাপন
এর আগে শেরেবাংলা নগর থানার উপ-পরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা রুপু কর এক দিনের রিমান্ড শেষে তাদের আদালতে হাজির করেন। তদন্ত শেষ না হওয়া পর্যন্ত তাদের কারাগারে রাখার জন্য আদালতের কাছে আবেদন করেন তিনি।
গত মঙ্গলবার (২ আগস্ট) সংবাদ সংগ্রহ করতে গিয়ে মারধরের শিকার হন ডিবিসি নিউজের স্টাফ রিপোর্টার সাইফুল ইসলাম জুয়েল ও ক্যামেরাপারসন আজাদ আহমেদ। পরে এ ঘটনায় মূল অভিযুক্তসহ বেশ কয়েকজনকে আটক করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) শেরেবাংলা নগর থানা।
রাজধানীর তালতলা এলাকায় ভিক্টর ট্রেডিং করপোরেশনে মেডিকেলের যন্ত্রাংশ কেনাকাটায় অনিয়ম ও দুর্নীতির সংবাদ সংগ্রহ করতে গেলে তাদের ওপর হামলা চালানো হয়। এসময় ক্যামেরা ভাঙচুর ও ফুটেজ ডিলেট করে দেয় হামলাকারীরা।
ওই প্রতিষ্ঠানের সত্ত্বাধিকারী কাওছার ভুইয়া ও তার সন্ত্রাসী বাহিনী এই হামলা চালিয়েছে বলে অভিযোগ করেন ভুক্তভোগীরা।
জেডএস