বিদ্যুতায়িত হয়ে দুই হাত হারানো চট্টগ্রামের সন্দীপের ১২ বছরের শিশু আবদুল্লাহ আল মামুনকে পর্যাপ্ত ক্ষতিপূরণ কেন দেওয়া হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট।

রোববার বিচারপতি মো. মজিবুর রহমান মিয়া ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন।

বিদ্যুৎ ও জ্বালানি সচিব, বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক ও অ্যাডভোকেট ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অরবিন্দ কুমার রায় ও সহকারী অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আব্বাস উদ্দিন।

পরে অ্যাডভোকেট ইশরাত হাসান বলেন, বিদ্যুতায়িত হয়ে দুই হাত হারানো চট্টগ্রামের সন্দীপের ১২ বছরের শিশু আবদুল্লাহ আল মামুনকে পর্যাপ্ত ক্ষতিপূরণ দিতে আদালত রুল জারি করেছেন। পাশাপাশি শিশুটিকে কী ধরনের চিকিৎসা দেওয়া হয়েছে, তার আরও কী চিকিৎসার প্রয়োজন এবং এর সম্ভাব্য ব্যয় কত হতে পারে, এসব জানিয়ে প্রতিবেদন দাখিল করতে বলেছেন। শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের পরিচালককে প্রতিবেদন দিতে বলা হয়েছে। 

গত বছরের ৪ নভেম্বর শিশুটির অঙ্গহানির ঘটনায় পর্যাপ্ত ক্ষতিপূরণ প্রদানের নির্দেশনা চেয়ে ওই শিশুর বাবা মো. আব্দুল আলিম হাইকোর্টে রিট করেন।

এমএইচডি/আরএইচ