সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ধর্ম নিয়ে অপপ্রচার করার অভিযোগে দায়ের হওয়া মামলায় ৫ জনকে কারাগারে পাঠিয়েছেন আদালত। 

রোববার (১৭ জুলাই) চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালের বিচারক মো. জহিরুল কবির তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর  আদেশ দিয়েছেন ।

বিষয়টি ঢাকা পোস্টকে নিশ্চিত করেছেন মামলার বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শুভাশীষ শর্মা। 


আসামিরা হলেন- ভিআইপি টাওয়ার ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক প্রবীবর কান্তি চৌধুরী প্রকাশ সঞ্জয় চৌধুরী, প্রিমিয়ার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সুজন বিশ্বাস, সুভাষ মুহুরী, সদীপ দে ও সুশীল দে টিটু। 

অ্যাডভোকেট শুভাশীষ শর্মা জানান, আসামিরা নিজেদের ফেসবুক এবং অপর একটি ফেসবুক আইডির মাধ্যমে ধর্ম নিয়ে কটূক্তি, মানহানিকর বক্তব্য এবং উসকানি দেন। যা অনুসারীদের মনে আঘাত করে। 

তিনি বলেন, এই ঘটনায় ২০২১ সালের ২৩ আগস্ট চট্টগ্রাম সাইবার ট্রাইব্যুনালে মামলা দায়ের করা হয়। তখন আদালত মামলাটি গ্রহণ করে পুলিশের কাউন্টার টেরোরিজম ইউনিটকে তদন্তের নির্দেশ দেন। তদন্ত শেষে তদন্ত কর্মকর্তা ২০২২ সালের ২৫ এপ্রিল আদালতে ৫ জনের বিরুদ্ধে চার্জশিট দায়ের করেন।

মামলার আইনজীবী বলেন, আদালত চার্জশিট গ্রহণ করে আসামিদের বিরুদ্ধে সমন জারি করেন। আসামিরা সমন পেয়ে আদালতে উপস্থিত হয়ে আজকে জামিন চান। আদালত দুই পক্ষের শুনানি শেষে ৫ জনকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

কেএম/জেডএস