সুপ্রিম কোর্টের বিজয় ৭১ ভবনে ডে কেয়ার সেন্টার উদ্বোধন করেছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। বুধবার বিকেলে ভবনের দ্বিতীয় তলায় ডে কেয়ার সেন্টার উদ্বোধন করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে আপিল বিভাগের বিচারপতি বোরহান উদ্দিন, বিচারপতি এম ইনায়েতুর রহিম, বিচারপতি কৃষ্ণা দেবনাথ উপস্থিত ছিলেন।

এই ডে কেয়ার সেন্টারে সুপ্রিমকোর্টের কর্মকর্তা এবং কর্মচারীদের মোট ৫০ জন শিশু থাকতে পারবে। গত ৩১ মার্চ বাংলাদেশ সুপ্রিম কোর্টের জন্য নির্মিত ১২ তলা ভবন ‘বিজয়-৭১’ উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

১৫৮ দশমিক ০৫১৯ কোটি টাকা মূল্যের ভবনে রয়েছে ৩২টি এজলাস তথা বিচার কক্ষ। বিচারপতিদের জন্য রয়েছে ৫৬টি চেম্বার। বেঞ্চ অফিসার, সহকারী বেঞ্চ অফিসার ও ব্যক্তিগত কর্মকর্তাদের জন্য রয়েছে ৫৬টি অফিস। আছে একটি করে ডে কেয়ার সেন্টার, নামাজের স্থান ও গভীর নলকূপ। এছাড়া উঠা নামার জন্য আছে ৪টি লিফট।

১২ তলা এ ভবনে রয়েছে ১৬০০ কেভিএ সাব-স্টেশন ও ৫০০ কেভিএ জেনারেটর। ভবনের গ্রাউন্ড ফ্লোরে ৪টি বিআরটিসি দোতলা বাস পার্কিংয়ের ব্যবস্থা ও ২ স্টোর কক্ষ আছে।

এমএইচডি/আইএসএইচ