নিম্ন আদালতে ওকালতি করতে পারবেন না সাবেক বিচারকরা
১০ বছরের অভিজ্ঞতা সম্পন্ন সাবেক জজরা অধস্তন আদালতে আইন পেশা পরিচালনা করতে পারবেন না, বার কাউন্সিলের এমন বিধান বহাল রেখেছেন আপিল বিভাগ। বৃহস্পতিবার এ সংক্রান্ত রিভিউ আবেদন খারিজ করে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকীর নেতৃত্বাধীন আপিল বিভাগ এ আদেশ দেন।
আদালতে রিভিউ আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। বার কাউন্সিলের পক্ষে ছিলেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী।
বিজ্ঞাপন
অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাছান চৌধুরী জানান, ১৯৯৮ সালের ১২ মার্চ বার কাউন্সিলের অর্ডার সংশোধন করা হয়। সেই সংশোধনী অনুসারে ১০ বছর অভিজ্ঞতা সম্পন্ন অধস্তন আদালতের কোনো সাবেক বিচারক অধস্তন আদালতে আইন পেশা পরিচালনা করতে পারবেন না। তারা কেবল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনা করতে পারবেন। এ বিধান চ্যালেঞ্জ করে সাবেক বিচারকরা হাইকোর্টে পৃথক রিট করেন। পরে হাইকোর্ট বিভাগ এ বিধান বাতিল করে রায় দেন। হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করে বার কাউন্সিল। ২০১৭ সালে আপিল বিভাগ হাইকোর্ট বিভাগের রায় বাতিল করে দেন। ফলে বার কাউন্সিলের বিধান বহাল হয়ে যায়।
পরে আপিল বিভাগের রায় পুর্নবিবেচনা চেয়ে সাবেক বিচারকরা আবেদন করেন। যেটি আজ বৃহস্পতিবার খারিজ হয়ে যায়। ফলে ১০ বছর অভিজ্ঞতা সম্পন্ন অধস্তন আদালতের কোনো সাবেক বিচারক অধস্তন আদালতে আইন পেশা পরিচালনা করতে পারবেন না। তারা কেবল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইন পেশা পরিচালনা করতে পারবেন।
এমএইচডি/এসকেডি