চলচ্চিত্র অভিনেত্রী একার বিরুদ্ধে গৃহকর্মী নির্যাতনের অভিযোগে করা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত।

মামলার নথিপত্র যাচাই-বাছাই শেষে সোমবার (২০ জুন) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মো. শহিদুল ইসলাম অভিযোগপত্র গ্রহণের আদেশ দেন।

এছাড়া এ বিষয়ে পরবর্তী ব্যবস্থা নিতে মামলাটি চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) মো. রেজাউল করিম চৌধুরীর কাছে পাঠানো হয়েছে।

গত ২৪ এপ্রিল ঢাকার সিএমএম আদালতে অভিযোগপত্র জমা দেন হাতিরঝিল থানার উপপরিদর্শক ও মামলার তদন্ত কর্মকর্তা মো. মোহাম্মদ ফয়সাল।

গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে গত বছরের ৩১ জুলাই একাকে রাজধানীর হাতিরঝিলের বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

গৃহকর্মী নির্যাতন ও মাদকদ্রব্য রাখার অভিযোগে হাতিরঝিল থানায় দায়ের করা ২টি মামলায় গত ২ আগস্ট রিমান্ড ও জামিন উভয় আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠান আদালত।

জেডএস