গায়ক ইলিয়াস হোসাইনের দায়ের করা মামলায় তার স্ত্রী শাহ হুমায়রা হোসেন সুবাহকে ৬ সপ্তাহের আগাম জামিন দিয়েছেন হাইকোর্ট। জামিন পাওয়ার পর সুবাহ বলেছেন, আদালত আমার প্রতি ন্যায় বিচার করেছেন। আমি আদালতের কাছে কৃতজ্ঞ। আমার আইনজীবীর কাছে কৃতজ্ঞ।

সোমবার (১৪ মার্চ) সুপ্রিম কোর্ট বার ভবনে ঢাকা পোস্টের কাছে সুবাহ এ প্রতিক্রিয়া ব্যক্ত করেন।

শাহ হুমায়রা হোসেন সুবাহ বলেন, আমার বিরুদ্ধে সম্পূর্ণ মিথ্যা অভিযোগে এনে ইলিয়াস মামলা করেছিলেন। আমি বিচারিক আদালতে এসব বিষয় তুলে ধরব।

এর আগে ডিজিটাল নিরাপত্তা আইনে ইলিয়াস হোসাইনের করা মামলায় সুবাহকে ৬ সপ্তাহের আগাম জামিন দেন হাইকোর্ট। বিচারপতি জাহাঙ্গীর হোসেনের নেতৃত্বাধীন হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে সুবাহর পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট ইশরাত হাসান।

গত ১৭ ফেব্রুয়ারি চিত্রনায়িকা শাহ হুমায়রা হোসেন সুবাহর বিরুদ্ধে মামলা করেন তার স্বামী গায়ক ইলিয়াস হোসাইন। রাজধানীর হাতিরঝিল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫, ২৬, ২৯ ও ৩৫ ধারায় মামলাটি করা হয়। 

এমএইডি/এমএইচএস