স্বাস্থ্য সহকারী-কম্পিউটার অপারেটর পদে ৪৩ জনকে নিয়োগের নির্দেশ
স্বাস্থ্য অধিদপ্তরের অধীন ৯টি জেলায় ৪৩ জনকে স্বাস্থ্য সহকারী, কম্পিউটার অপারেটর ও স্টোর কিপার পদে নিয়োগ দেওয়ার নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। ৯০ দিনের মধ্যে এটি কার্যকর করতে বলেছেন আদালত।
বুধবার বিচারপতি কে. এম. কামরুল কাদের ও বিচারপতি মুহাম্মদ মাহবুব উল-ইসলামের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।
বিজ্ঞাপন
আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট সালাউদ্দিন দোলন।
আইনজীবী অ্যাডভোকেট সালাউদ্দিন দোলন বলেন, ২০১২ সালে প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী তিনটি পদে ৪৩ জন নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করেন। লিখিত ও মৌখিক পরীক্ষায় উত্তীর্ণ হওয়া সত্ত্বেও তাদের নিয়োগ না দিয়ে বিভিন্ন অনিয়মের মাধ্যমে অকৃতকার্যদের নিয়োগ দেওয়ায় তারা রিট দায়ের করেন।
রিটের শুনানি নিয়ে ৪৩ জনকে নিয়োগ দিতে ২০১৯ সালে হাইকোর্ট রুল জারি করেছিলেন। রুলের চূড়ান্ত শুনানি শেষে হাইকোর্ট স্বাস্থ্য অধিদপ্তরের অধীন ৯টি জেলায় ৪৩ জনকে স্বাস্থ্য সহকারী, কম্পিউটার অপারেটর ও স্টোর কিপার পদে নিয়োগ দিতে নির্দেশ দিয়েছেন।
এমএইচডি/এমএইচএস