চট্টগ্রামে অ্যাসিড নিক্ষেপের দায়ে যুবকের যাবজ্জীবন
চট্টগ্রামের কোতোয়ালি থানার গণি বেকারি এলাকায় তমাল চন্দ্র দে নামে এক যুবকের শরীরে অ্যাসিড নিক্ষেপের দায়ে আসামি সুমিত ধরকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া অভিযোগ প্রমাণিত না হওয়ায় দণ্ডপ্রাপ্তের স্ত্রী মমিতা দত্ত এ্যানিকে খালাস দিয়েছেন আদালত।
রোববার (২৭ ফেব্রুয়ারি) চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞা এ রায় ঘোষণা করেন।যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত সুমিত ধর (৩০) কক্সবাজার জেলার চকরিয়া এলাকার দেবব্রত ধরের ছেলে।
বিজ্ঞাপন
ঢাকা পোস্টকে বিষয়টি নিশ্চিত করেছেন চতুর্থ অতিরিক্ত চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর মোহাম্মদ নোমান চৌধুরী। তিনি বলেন, তমাল চন্দ্র দে নামে এক যুবককে অ্যাসিড নিক্ষেপের ঘটনায় কোতোয়ালি থানায় দায়ের করা মামলায় সুমিত ধর নামে এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ৫০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই রায়ে তার স্ত্রী মমিতা দত্ত এ্যানিকে খালাস দিয়েছেন আদালত। ২৪ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় ঘোষণা করেন আদালত। তবে জামিনে বের হওয়ার পর থেকেই পলাতক রয়েছেন দুই আসামি।
আদালত সূত্রে জানা যায়, ফেসবুকে পরিচয়ের সূত্র ধরে ২০১৭ সালের ১০ ফেব্রুয়ারি কোতোয়ালি থানার গণি বেকারি এলাকায় মমিতা দত্তের সঙ্গে দেখা করতে যায় তমাল। সেখান সন্ধ্যা সাড়ে ৬টার দিকে পরিকল্পিতভাবে হত্যার উদ্দেশ্যে তার মুখমণ্ডলে অ্যাসিড নিক্ষেপ করে আসামিরা। অ্যাসিডে তমালের মুখমণ্ডল ও চোখ ঝলসে যায়। এ ঘটনায় ২৩ ফেব্রুয়ারি তমালের বাবা বাবুল চন্দ্র দে সুমিত ধর ও তার স্ত্রী মমিতা দত্ত এ্যানির বিরুদ্ধে মামলা করেন।
কেএম/এসকেডি