বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্টে চাকরির সুযোগ
বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি অবকাঠামো, বহুতল একাডেমিক ভবন ও অডিটরিয়াম, হোস্টেল ভবন, পাওয়ার সাবস্টেশন, লিফট ও বিশেষ ডরমিটরি ইত্যাদি পর্যবেক্ষণ, রক্ষণাবেক্ষণ এবং প্রয়োজনীয় সংস্কার/ নবায়নসহ সার্বিক বিষয় তদারকির জন্যম লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা ডাকযোগে আবেদন করতে পারবেন।
পদের নাম: প্রকৌশলী (পুর)। পদসংখ্যা: ১। আবেদন যোগ্যতা: পাবলিক প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে প্রকৌশল (পুর) বিভাগে স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে।
বিজ্ঞাপন
প্রার্থীর কমপক্ষে ১৫ বছরের সরকারি/ বেসরকারি/ স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে প্রকৌশলী (পুর) হিসেবে কাজের অভিজ্ঞতা থাকতে হবে।বিজ্ঞপ্তি অনুসারে প্রার্থীর বয়সসীমা ৩১ ডিসেম্বর ২০২১ তারিখে সর্বোচ্চ ৬০ বছর থাকতে হবে।
আবেদন যেভাবে : পূর্ণাঙ্গ জীবনবৃত্তান্ত, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, নাগরিকত্ব সনদ, জাতীয় পরিচয়পত্রের সত্যায়িত ফটোকপি ও সম্প্রতি তোলা দুই কপি পাসপোর্ট সাইজের ছবিসহ আবেদনপত্র পাঠাতে হবে মহাপরিচালক, বিআইবিএম, প্লট নম্বর-৪, রোড নম্বর-১, মিরপুর-২, ঢাকা-১২১৬ এই ঠিকানায়। আবেদন ফি ১০০০ টাকা।
বেতন ও সুযোগ সুবিধা: আলোচনা সাপেক্ষে। অন্যান্য সুবিধা কোম্পানির নীতিমালা অনুসারে প্রদান করা হবে।
আবেদনের শেষ তারিখ: ৩ মার্চ, ২০২২।