ইসলামী ব্যাংক বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ প্রকাশিত হয়েছে। প্রতিষ্ঠানটি বিগত বছরের মতো এবারও লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড দেশের একমাত্র ব্যাংক হিসেবে বিশ্বের প্রথম ১ হাজার ব্যাংকের মধ্যে জায়গা করে নিয়েছে। একই সঙ্গে ইসলামী ব্যাংক দেশের আর্থসামাজিক উন্নয়নে কাজ করে যাচ্ছে। ব্যাংকটির দেশ ব্যাপী রয়েছে বৃহৎ ব্রাঞ্চ নেটওয়ার্ক। সম্প্রতি প্রতিষ্ঠানটি তাদের ডিজিটাল প্রোডাক্ট ও সার্ভিস সেবা আরও বাড়াতে চাচ্ছে। ফলে লোকবল নিয়োগ দেবে দেশের অন্যতম শীর্ষস্থানীয় শরিয়াভিত্তিক ব্যাংকটি।

ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড বাংলাদেশে ইসলামী ব্যাংকিং ধারার পথিকৃৎ। এটি ইসলামী শরিয়াহ মোতাবেক পরিচালিত দক্ষিণ এশিয়ার প্রথম ইসলামি ব্যাংক। ব্যাংকটি ১৯৮৩ সালের ১৩ মার্চ কোম্পানি আইন, ১৯১৩-এর অধীনে একটি পাবলিক লিমিটেড কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়।

হট জব, আরও পড়ুন : ইসলামী ব্যাংক বাংলাদেশে চাকরির সুযোগ, আবেদন ঘরে বসেই

হট জব, আরও পড়ুন :  ইসলামী ব্যাংকে চাকরির সুযোগ, যোগ্যতা এসএসসি পাস

ইসলামী ব্যাংক বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

ব্যাংকটির মোট ৩৩১টি শাখা রয়েছে। সহযোগী শাখা রয়েছে ৩০১টি ও এসএমই/কৃষি শাখা রয়েছে ৩০টি। সারাদেশে ব্যাংকটির নিজস্ব এটিএম বুথের সংখ্যা ২৯১টি। এছাড়াও ১২ হাজারের অধিক কর্মী ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডে কাজ করে। তাহলে চলুন জেনে নিই ইসলামী ব্যাংক বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২ এর অধীনে যেসব বিজ্ঞপ্তি রয়েছে-

ইসলামী ব্যাংক বাংলাদেশ নিয়োগ বিজ্ঞপ্তি ২০২২

রিলেশনশিপ অফিসার নেবে ইসলামী ব্যাংক বাংলাদেশ

পদের নাম : রিলেশনশিপ অফিসার। পদের সংখ্যা : ১টি। আবেদন যোগ্যতা : প্রার্থীকে কমপক্ষে স্নাতক পাস বা সমমান ডিগ্রি থাকতে হবে। ব্যাংক বা ফাইন্যান্সিয়াল ইন্সটিটিউশনে কমপক্ষে এক বছর সংশ্লিষ্ট বিভাগে কাজের অভিজ্ঞতা থাকতে হবে। ডিজিটাল সার্ভিস প্রোডাক্ট নিয়ে সেলস ও মার্কেটিংয়ে কাজে পারদর্শী হতে হবে।

প্রার্থীর বয়স কমপক্ষে ২২ বছর হতে হবে। সবোর্চ্চ ৩৩ বছর বছর আবেদন করা যাবে। 

বেতন ও সুযোগ সুবিধা : প্রার্থীর বেতন নির্ধারণ হবে ব্যাংকের নীতিমালা অনুসারে। বেতন ছাড়াও প্রতিষ্ঠানের নীতিমালা অনুসারে অন্যান্য সুবিধা প্রদান করা হবে।

islami bank bangladesh job circular 2022

 

নিয়োগ প্রক্রিয়া : ইসলামী ব্যাংক বাংলাদেশ কর্মী নিয়োগ দেয় নিয়োগ পরীক্ষা গ্রহণের মাধ্যমে। প্রতিষ্ঠানটি প্রাথমিক বাছাইকৃতদের ভাইভা পরীক্ষার জন্য ই-মেইল বা এসএমএসের মাধ্যমে ডাকবে। যদিও এক্ষেত্রে প্রার্থীদের কোন টিএ/ডিএ প্রদান করা হবে না। 

আবেদন প্রক্রিয়া : আগ্রহীদের আবেদন করতে হবে ইসলামী ব্যাংক বাংলাদেশের ক্যারিয়ার সংক্রান্ত ওয়েব সাইটের মাধ্যমে। আবেদন করতে ক্লিক করুন এখানে।

আবেদনের শেষ তারিখ : ১৮ জানুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত আবেদন করা যাবে।