বইমেলায় চাকরির সুযোগ, আবেদন করুন এখনই
বইমেলা ২০২২ এ খণ্ডকালীন চাকরির সুযোগ দিচ্ছে আদর্শ প্রকাশন। এই প্রকাশনা প্রতিষ্ঠানটি আসছে বইমেলার জন্য লোকবল নিয়োগ দেবে। আগ্রহীদের দ্রুত আবেদন করতে বলা হয়েছে।
একুশে বইমেলা, স্বাধীন বাংলাদেশের ঐতিহ্যবাহী মেলাগুলোর অন্যতম। প্রতি বছর ফেব্রুয়ারি মাস জুড়ে এই মেলা বাংলা একাডেমির বর্ধমান হাউজ প্রাঙ্গণে ও বর্ধমান হাউজ ঘিরে অনুষ্ঠিত হয়। ২০১৪ সাল থেকে অমর একুশে গ্রন্থমেলা বাংলা একাডেমির মুখোমুখি সোহরাওয়ার্দী উদ্যানে সম্প্রসারণ করা হয়েছে। তবে বাংলা একাডেমি প্রাঙ্গণেও মেলার একটি অংশ আয়োজন করা হয়।
বিজ্ঞাপন
আগ্রহী প্রার্থীদের ‘বিক্রয় প্রতিনিধি আবেদন ফরম : বইমেলা ২০২২’ এই লিংকে ক্লিক করে তথ্য পূরণ সাপেক্ষে আবেদন করতে হবে। আবেদন গৃহীত হওয়ার পর নির্দিষ্ট অ্যাসাইনমেন্ট, ইন্টারভিউ ও গ্রুমিংয়ের মাধ্যমে প্রার্থী নির্বাচিত করা হবে। প্রাথমিকভাবে নির্বাচিতদের মেলা শুরু হওয়ার আগে প্রশিক্ষণ প্রদান করা হবে। সাধারণত এসব প্রশিক্ষণ একদিনের জন্য হয়ে থাকে। এ পদে আবেদন করা যাবে আগামী ৮ জানুয়ারি, ২০২২ তারিখ পর্যন্ত।
কাজের সময় : প্রতিদিন দুপুর ২টা থেকে রাত ৯.১৫ পর্যন্ত কাজ করতে হবে। তবে ছুটির দিনে সকাল ১০টা থেকে রাত ৯.১৫ পর্যন্ত কাজ করতে হবে। নির্ধারিত সময়ের পরেও কাজ করার মানসিকতা থাকতে হবে। প্রয়োজন সাপেক্ষে অতিরিক্ত কাজ করতে হবে।
বেতন: ১০,০০০-১৫,০০০ টাকা। এছাড়াও ছুটির দিনে দুপুরের খাবার এবং প্রতিদিন সন্ধ্যায় নাস্তা প্রদান করা হবে। মেলা শেষে সফল বিক্রয় প্রতিনিধিদের সার্টিফিকেট প্রদান করা হবে। বিক্রয় প্রতিনিধি হিসেবে ভালো পারফরমেন্স করতে পারলে স্থায়ীভাবে প্রকাশন সংস্থায় কাজের সুযোগ দেওয়া হবে।