স্নাতক পাসে ব্র্যাক ব্যাংকে চাকরি, লাগবে অভিজ্ঞতা
ব্র্যাক ব্যাংক লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের কনকিউরেন্ট অডিট বিভাগে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। তবে আবেদন করার জন্য প্রার্থীকে অবশ্যই সংশ্লিষ্ট বিষয়ে অভিজ্ঞ হতে হবে।
পদের নাম : অ্যাসোসিয়েট ম্যানেজার। পদের সংখ্যা : নির্ধারিত না। আবেদন যোগ্যতা : যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস। প্রফেশনাল সার্টিফিকেট কোর্স সম্পন্ন হলে অগ্রাধিকার দেওয়া হবে।
বিজ্ঞাপন
অ্যাকাউন্টেন্সি/ফাইন্যান্স রিস্ক ম্যানেজমেন্ট/সার্টিফাইড পাবলিক অ্যাকাউন্ট্যান্ট , সিআইএমএ/ইন্সটিটিউট অব ইন্টারনাল অডিটর কোয়ালিফিকেশন/এমবিএ পাস হলে বাড়তি যোগ্যতা হিসেবে বিবেচনা করা হবে।
পদ সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। এছাড়াও প্রার্থীদের ট্রেজারি অ্যান্ড ফিন্যান্সিয়াল ইন্সটিটিউশন, ট্রেড অপারেশন, পেমেন্টস অ্যান্ড ট্রান্সজেকশন, লোন ডকুমেন্ট, অ্যান্টি মানি লন্ডারিং লন্ডারিং অ্যান্ড রিস্ক ম্যানেজমেন্ট সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে।
কম্পিউটার ব্যবহারে পারদর্শিতার সঙ্গে অফিস অ্যাপ্লিকেশনের কাজ জানতে হবে। যোগাযোগ দক্ষতা থাকাতে হবে। চূড়ান্ত নির্বাচিত হওয়ার পর, বাংলাদেশের যেকোনো স্থানে কাজের আগ্রহ থাকতে হবে।
আবেদন যেভাবে : আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন। আবেদন করতে ক্লিক করুন এখানে।
আবেদনের শেষ তারিখ : ৫ জানুয়ারি, ২০২১
বেতন ও সুযোগ সুবিধা : বেতন আলোচনা সাপেক্ষে। বেতন ছাড়াও প্রার্থীদের অন্যান্য সুবিধা প্রদান করা হবে।