৯১ হাজার টাকা বেতনে বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রে চাকরি
রুরাল পাওয়ার কোম্পানি লিমিটেড বাংলাদেশ ও নরিনকো ইন্টারন্যাশনাল করপোরেশন লিমিটেড পরিচালিত আরপিসিএল-নরিনকো ইন্টা. পাওয়ার লিমিটেড সম্প্রতি নিয়োগ বিজ্ঞপ্তি দিয়েছে। প্রতিষ্ঠানটি তাদের একাধিক পদে লোকবল নিয়োগ দেবে। আগ্রহীরা অনলাইনে আবেদন করতে পারবেন।
বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রটি মেকানিক্যাল ও সেফটি অ্যান্ড সিকিউরিটি বিভাগে লোকবল নিয়োগ দেবে। প্রার্থীদের নিয়োগ দেওয়া হবে পূর্ণকালীন ভিত্তিতে। কর্মস্থল হবে উল্লেখিত প্রতিষ্ঠানের নির্ধারিত স্থানে।
বিজ্ঞাপন
পদের নাম : এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার। আবেদন যোগ্যতা : কমপক্ষে মেকানিক্যাল বিষয়ে স্নাতক পাস। সংশ্লিষ্ট বিষয়ে কমপক্ষে ৮ বছরের অভিজ্ঞতা। এরমধ্যে সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার হিসেবে কমপক্ষে ৪ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। বয়স ৪০ পর্যন্ত গ্রহণযোগ্য। বেতন : ৯১০০০ টাকা।
পদের নাম : ম্যানেজার ( সেফটি অ্যান্ড সিকিউরিটি)। যোগ্যতা : কমপক্ষে স্নাতক পাস। অবসরপ্রাপ্ত বাংলাদেশ সেনাবাহিনীর অফিসার হতে হবে। প্রার্থীর সিকিউরিটি প্লান, উন্নয়ন, ব্যবস্থাপনা ও আইনগত বিষয়ে সম্যক ধারণা থাকতে হবে। বয়সসসীমা ৫৫ বছর। বেতন: ৯১০০০ টাকা।
আবেদন যেভাবে : আগ্রহীদের http://rnpl.com.bd/ এই ঠিকানায় আবেদন করতে হবে। আবেদনের সময় ব্যাংক ড্রাফটের মাধ্যমে ১০০০ টাকা আবেদন ফি প্রদান করতে হবে। আবেদন করতে হবে আগামী ১৫ ডিসেম্বরের মধ্যে। এরপরে আবেদন করলে আবেদন গ্রহণ করা হবে না।
প্রার্থীদের লিখিত পরীক্ষা ও ভাইভার মাধ্যমে নির্বাচন করা হবে। সরকারি, আধা সরকারি চাকরিজীবীদের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আবেদন করতে হবে।